Select Page

রিকশা গার্ল :  ঝলমলে পোস্টারে সংগ্রামী নাঈমা, মুক্তি মার্চে

রিকশা গার্ল :  ঝলমলে পোস্টারে সংগ্রামী নাঈমা, মুক্তি মার্চে

অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ তথা ‘নাঈমার রঙ’র প্রথম পোস্টার প্রকাশ হলো রোববার। শুটিং শেষে সম্পাদনা টেবিলে থাকা ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি দেওয়া হবে।

রিকশা পেইন্টিংয়ের আদলে ডিজাইন করা পোস্টারে তুলে ধরা হয়েছে ‘রিকশা গার্ল’ চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমানের মুখ।ছবিতে তার চরিত্রের নাম নাঈমা।

পরিবারকে সাহায্য করার জন্য পুরুষের ছদ্মবেশে অসুস্থ বাবার রিকশা চালাতে শুরু করে নাঈমা। রিকশাটিকে তার বাবা নিজের থেকেও বেশি ভালোবাসেন। রিকশার প্যাডলে তার জীবনের ঘানি টানার গল্পই উঠে এসেছে চলচ্চিত্রে।

চার মাস ধরে পাবনা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

নভেরা ছাড়াও এতে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। চলচ্চিত্র প্রযোজনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক এরিক জে অ্যাডামস।

 


মন্তব্য করুন