Select Page

জাজ খুঁজছে ‘মাসুদ রানা’, তবে কেন রিয়্যালিটি শো?

জাজ খুঁজছে ‘মাসুদ রানা’, তবে কেন রিয়্যালিটি শো?

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে সিনেমা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রথম উপন্যাস ‘ধ্বংস পাহাড়’ ছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠানটি কিনেছে ভারতনাট্যম ও স্বর্ণমৃগ উপন্যাসের স্বত্ব।

এক বছর আগে ঘোষণা দেওয়া হয় দেশব্যাপী ‘মাসুদ রানা’কে খোঁজার প্রতিযোগিতা শুরু হবে। গত ২ আগস্ট থেকে চ্যানেল আইয়ে ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের সেই রিয়্যালিটি শোয়ের প্রচার শুরু হয়। সঙ্গে আছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার।

কথা ছিল, প্রথম স্থান অধিকারী সুযোগ পাবেন ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করার। কিন্তু তা আর হচ্ছে না। সারাবাংলা ডটনেটের এক প্রতিবেদনে জানা যায়, সেই রিয়্যালিটি শোয়ের বাইরে থেকে মাসুদ রানা খোঁজা হচ্ছে।

সেখানে বলা হয়, আর্থিক দুর্নীতির কারণে পলাতক জাজের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে চ্যানেল আইয়ের দুরত্ব তৈরি হয়েছে।

জাজের প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন সারাবাংলাকে বলেন, ‘চ্যানেল আইয়ে যে রিয়েলিটি শো হচ্ছে সেটা নিয়ে বলার কিছু নেই। শুনেছি সেটি প্রচার হচ্ছে। কিন্তু এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নই যে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করবেন সেটা নিশ্চিত না। ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন সেটা ঠিক করবে সংশ্লিষ্ট টিম। রিয়েলিটি শোয়ের বিজয়ীকে ‘মাসুদ রানা’ চরিত্রে না নিলেও ছবির অন্য চরিত্রে রাখার চেষ্টা করা হবে।’

অনুষ্ঠান প্রচারের সময় টিভি পর্দায় সিনেমার পার্টনার হিসেবে ‘জাজ মাল্টিমিডিয়া’র নাম ব্যবহার প্রসঙ্গে খোকন বলেন, ‘জাজের নাম ব্যবহার করে অনেকে সুবিধা নিতে চায়। তাছাড়া এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। কারণ, এই ছেলেগুলো যে স্বপ্ন নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণ নাও হতে পারে।’

এদিকে আলিমুল্লাহ খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুদ রানার জন্য সম্ভাব্য তালিকায় যারা ছিলেন তাদের ইন্টারভিউ করেছি।…তালিকাটা পাঠিয়েছি পরিচালকদের কাছে। সেখান থেকে বাছাই করেই চরিত্রটির জন্য আর্টিস্ট নির্ধারণ করা হবে।”

‘কে হবে মাসুদ রানা’ শোয়ের প্রকল্প অধিকর্তা ইবনে হাসান খান সারাবাংলাকে বলেন, ‘এই রিয়েলিটি শোয়ে যিনি চ্যাম্পিয়ন হবেন, তিনি গাড়ি পাবেন এবং মাসুদ রানা চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন—জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এরকম একটা চুক্তি ছিল। যেহেতু জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ একজন ‘চোর’ হিসেবে প্রমাণিত হয়েছেন। সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তিনি এখন পলাতক। সেজন্য ইউনিলিভারের সঙ্গে এই রিয়েলিটি শো নিয়ে যে চুক্তিটি হয়েছিল সেটা এখন কার্যত বন্ধ রয়েছে। কারণ, আমরা সবাই জানি জাজ মাল্টিমিডিয়া একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান। সেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যিনি বিষয়টি তত্ত্বাবধায়ন করবেন।’

পর্দায় সিনেমা পার্টনার ‘জাজ মাল্টিমিডিয়া’র নাম ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই পর্বগুলো আগেই ধারণ করা হয়েছে। সেজন্য এখন চাইলেও আমি সেটা মুছে দিতে পারি না। সেটা হলে, দর্শকের সাথে প্রতারণা করা হবে।’

এদিকে টিভিতে প্রচারিত অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলিউডের সিলভারলাইনসহ আরও তিনটি প্রতিষ্ঠানের প্রযোজনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর।

চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা।

প্রি প্রোডাকশনের পাশাপাশি ছবিটির লোকেশন দেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ‘শিগগিরই’ শুটিং শুরু হবে।

ইতোমধ্যে এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ‘আয়রন ম্যান-২’চলচ্চিত্রের অভিনেতা মিকি রোর্ক, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ আরও বেশ কয়েকটি হলিউডের চলচ্চিত্রের অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।

‘মাসুদ রানা’ অবলম্বনে চার যুগ আগে বাংলাদেশে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল, তাতে মাসুদ রানার ভূমিকায় ছিলেন সোহেল রানা। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে নির্মিত ওই চলচ্চিত্রটি বেশ ব্যবসা করেছিল।


মন্তব্য করুন