Select Page

রিজুর ‘প্রেমের কবিতা’য় নায়ক শিমুল

রিজুর ‘প্রেমের কবিতা’য় নায়ক শিমুল

সদ্য শেষ হওয়া ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-তে জয়জয়কার ছিল ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটির। রিয়াজুল রিজুর এ ছবিটি আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ সর্বাধিক ৯টি বিভাগ জয়লাভ করে। থবর বাংলা ট্রিবিউন।

রিজু এবার নিয়ে আসছেন নতুন ছবি। নাম ‌‘প্রেমের কবিতা’। আর এতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল। তিনি ২০০৯ সালে ‘মনপুরা’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন। সেটি দেশের অন্যতম ব্যবসাসফল ছবি। যার ফলে ৮ বছর পর নতুন কোনও ছবিতে দেখা যাবে এ অভিনেতাকে।

নতুন ছবিটি সম্পর্কে শিমুল বললেন, ‘পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। তার পরিকল্পনা হলো সামনে মাস থেকেই এর কাজ শুরু করা আর আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া। এখন সবকিছু পরিকল্পনামাফিক এগুলে একটি ভালো চলচ্চিত্র দর্শকরা পাবেন বলে আশা করি।’

এদিকে রিজু জানান, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন শিমুল। এছাড়া অন্যান্য শিল্পীদের নাম শিগগিরই জানা যাবে।


মন্তব্য করুন