Select Page

রুহীর নতুন সিনেমা

রুহীর নতুন সিনেমা

Ruhiমাত্র গত সপ্তাহে মুক্তি পেয়েছে সংগ্রাম ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হওয়া রুহীর সিনেমা জিরো ডিগ্রী। একই সাথে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র গ্ল্যামার। প্রায় পাঁচ বছর আগে ছবিটির সাথে যুক্ত হলেও মুক্তি পেতে এত সময় লাগল ছবিটির। সব মিলিয়ে রুহী অভিনীত সিনেমা তিনটি। সামনে আসছে নতুন একটি সিনেমা।

নির্মিতব্য সিনেমাটির নামও ‘সিনেমা’, পরিচালনা করবেন সংগ্রাম ছবির পরিচালক মনসুর আলী যিনি প্রণয়সূত্রে রুহির স্বামী। রুহি জানিয়েছেন, চলচ্চিত্রের পেছনের গল্প নিয়ে সিনেমা ছবির কাহিনি। এই ছবিতে অভিনয় করবেন তিনি। এখন ছবির অন্য শিল্পীদের চূড়ান্ত করার কাজ চলছে।

জিরো ডিগ্রী ছবিতে জয়া আহসান, মাহফুজের মত অভিজ্ঞ অভিনেতাদের সাথে সমানতালে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রুহি। দেখা যাক সিনেমায় তিনি কি করেন।


মন্তব্য করুন