Select Page

রোজিনা-পপির সঙ্গে ফেরদৌস

রোজিনা-পপির সঙ্গে ফেরদৌস

rozina-ferdous-popy

‘রাক্ষুসী’ সিনেমায় ফেরদৌসের নায়িকা ছিলেন রোজিনা। অন্যদিকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন পপির বিপরীতে। দুই প্রজন্মের এ দুই নায়িকাকে নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন ফেরদৌস।

‘নায়িকার পরম্পরা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হয়েছেন তিনি। এতে অতীত ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা বলবেন রোজিনা ও পপি। আড্ডার ছলে বলবেন নিজেদের অজানা অনেক বিষয়।

অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘রোজিনা আপু ও পপি আমার খুব পছন্দের দু’জন মানুষ। তাদের নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এর মাধ্যমে এ দুই নায়িকার অনেক বিষয়ে জানতে পারবেন দর্শকরা।’

‘নায়িকার পরস্পরা’ ঈদুল আজহার দ্বিতীয় দিন বাংলা ভিশনে রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।


মন্তব্য করুন