Select Page

‘রোমান্সে’ বালাম

‘রোমান্সে’ বালাম

2013-05-13-09-08-41-5190ad993de94-balamঅনন্য মামুন‘র ‘রোমান্স’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে ফিরলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম।

প্রায় পাঁচ বছর পর চলচ্চিত্রে গান গাইলেন তিনি। তিনি প্র্রথম প্লে-ব্যাক করেন ‘আমাদের ছোট সাহেব’ চলচ্চিত্রে। জুলি ও বালামের দ্বৈত গানটি সে সময় বেশ জনপ্রিয়ও হয়।

এছাড়া প্লেব্যাকের মধ্যে উল্লেখযোগ্য গান করেছেন ‘কমন জেন্ডার’ ও ‘প্রজাপতি‘ ছবিতে।

‘মন তো ছোট্ট শয়তান/ করে শুধু আনচান আনচান’ শিরোনামের গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বালাম।

আগামী ১৯ তারিখ বিএফডিসিতে মহরতের মাধ্যমে ‘রোমান্স’ ছবির শুটিং শুরু হবে।


মন্তব্য করুন