Select Page

‘শনিবার বিকেল’র কাহিনি কী?

‘শনিবার বিকেল’র কাহিনি কী?

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা নিয়ে ‘হলি বেকারি’ নামের ছবি বানাবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী— এমন ঘোষণা এসেছিল আন্তর্জাতিক মিডিয়া। কিন্তু শুটিং শুরু করেন ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’র। গুজব ওঠে, এই ছবিটাই বোধ হয় হলি আর্টিজানের ঘটনা নিয়ে।

কিন্তু প্রথম আলোকে ফারুকী বললেন ভিন্ন কথা— ‘এটা কোনোভাবেই হলি আর্টিজান ঘটনা নিয়ে নয়। আমাদের গল্পের চরিত্রগুলোর সঙ্গে হলি আর্টিজানের ঘটনার চরিত্রের সঙ্গে কোনো মিল নেই। তবে হলি আর্টিজানের চরিত্রগুলোর আত্মত্যাগ, কোথাও কোথাও বীরত্বগাথা আছে—এই বীরত্ব এবং আত্মত্যাগ থেকে আমরা উৎসাহ নিয়েছি। আমি অন্য রকম একটা গল্প বলতে চেয়েছি।’

আরেকটা বিষয়, ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিটিকে সিঙ্গেল শর্ট ফিল্ম বলা হচ্ছে। এটা কি আসলেই তা-ই? এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এই ছবিটা অর্গানিক্যালি সিঙ্গেল শট। এখানে কোনো ডিজিটাল কারুকাজ নেই। তবে কোথাও সিঙ্গেল শট বলতে চাইনি। কারণ, আমরা মনে করি, সিঙ্গেল শর্ট অথবা মাল্টিপল শট—এটা খুব একটা আলোচনার বিষয় না। শেষ পর্যন্ত আলোচনার বিষয় হওয়া উচিত ছবিটা। যে কারণে আমরা এটাকে আলোচনার মধ্যে রাখতে চাইনি।’

‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি।

বরাবরের মতো ফারুকী এবারও ছবিটির কাজ গোপনে শেষ করেছেন। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ।

এটি ফারুকীর উচ্চাভিলাষী ‘আইডেন্টিটি ট্রিলজি’র প্রথম সিনেমা।


মন্তব্য করুন