Select Page

শবনম, এটিএম শামসুজ্জামান ও পপি-র জম্মদিন

শবনম, এটিএম শামসুজ্জামান ও পপি-র জম্মদিন

shobnam_220120703020303বাংলাদেশের তিন খ্যাতিমান তারকার জম্মদিন আজ। তারা হলেন- উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শবনম এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই চলচ্চিত্র তারকা এটিএম শামসুজ্জামানপপি। তাদের তিনজনকে বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র পক্ষ থেকে শুভেচ্ছা।

অভিনেত্রী শবনম-এর জন্ম ১৯৪৬ সালের ১০ই সেপ্টেম্বর। তার পিতা বিখ্যাত ফুটবলার ননি বসাক। শবনমের আসল নাম নন্দি বসাক। ডাক নাম ঝর্ণা। কিশোরী শিল্পী হিসেবে ১৯৬০ সালে ফতেহ লোহানীর ‘আসিয়া’তে অভিনয়। নায়িকা হিসেবে প্রথম অভিনয় মুস্তাফিজের ‘হারানো দিন’ ছবিতে। তিনি অসংখ্য ছবিতে অভিনয় করেন। এসব ছবির মধ্যে ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচের পুতুল’, ‘চালো মান গায়ে’, ‘জোয়ার ভাটা’ উল্লেখযোগ্য। আম্মাজান’ ছবির পর তাকে আর পর্দায় দেখা যায়নি।

আজ এটিএম শামসুজ্জামান ৭৪ বছরে পা রাখছেন। এই দিনে তিনি নোয়াখালীর দৌলতপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে তার সম্পৃক্ততা ঘটে উদয়ন চৌধুরী পরিচালিত ‘বিষকন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে। তবে একজন পেশাদার অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। ৫২ বছর ধরে একাধারে চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। বর্তমানে তিনি রিকিয়া মাসুদো পরিচালিত ‘স্টোরি অব সামারা’ ও নাবিল আশরাফ পরিচালিত ‘ভালোবাসার রঙধনু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

খুলনার মেয়ে পপির জন্ম খুলনার শিববাড়ির জমিদার বাড়ির ইব্রাহিম মিয়া (পপির দাদার নাম) রোডে। মুন্নুজান স্কুলে পড়াশোনাকালীন ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় তার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আগমনের পূর্বে তিনি শহীদুল হক খান পরিচালিত ‘নায়ক’ নাটকে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবি দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় দেড়শ’ ছবিতে তিনি অভিনয় করেছেন।  মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ছবি ‘জীবন যন্ত্রণা’, ‘শর্টকাটে বড় লোক’, ‘পৌষ মাসের পিরিতি’, ‘বিয়ে হলো বাসর হলো না’, ‘আদরের ভাই’, ‘দুই বিয়াইয়ের কীর্তি’।

 


মন্তব্য করুন