Select Page

আলতাফ মাহমুদকে নিয়ে ওয়েবসাইট

আলতাফ মাহমুদকে নিয়ে ওয়েবসাইট

Birth-n-Death-1শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে ওয়েব সাইট তৈরি করেছে আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। তরুণ প্রজন্ম যেন সহজে আলতাফ মাহমুদ সম্পর্কে জানতে পারে এ উদ্দেশ্য নিয়েই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আলতাফ মাহমুদ এর মেয়ে শাওন মাহমুদ।

এ প্রসঙ্গে শাওন মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের অনেকেই আলতাফ মাহমুদ সম্পর্কে জানতে চাই। তাদের কথা মাথায় রেখেই আমরা এ ওয়েবসাইটটি তৈরি করেছি। ওয়েবসাইটটিতে আলতাফ মাহমুদ সম্পর্কে অনেক তথ্য আছে।ধীরে ধীরে আরও নতুন অনেক তথ্য সেখানে দেয়া হবে।

ওয়েবসাইটের ঠিকানা : http://shahidaltafmahmud.com/ উল্লেখ্য শহীদ আলতাফ মাহমুদকে  ১৯৭১ সালের ৩০ আগস্ট  রাজারবাগের বাসা থেকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায় । এরপর তিনি আর আমাদের মাঝে কোনদিন ফিরে আসেন নি।

আলতাফ মাহমুদ আমাদের মাঝে সব সময় বিচরণ করেন তার রেখে যাওয়া অমূল্য সৃষ্টির মধ্য দিয়ে। ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’- আবদুল গাফফার চৌধুরীর লেখা এ গানটির সুর শহীদ আলতাফ মাহমুদের করা।

তিনি ১৯টি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া, ক্যায়সে কাহু, কার বউ, তানহা, বেহুলা, আগুন নিয়ে খেলা, দুই ভাই, সংসার, আঁকাবাঁকা, আদর্শ ছাপাখানা, নয়নতারা, শপথ নিলাম, প্রতিশোধ, কখগঘঙ, কুচবরণ কন্যা, সুযোরাণী দুয়োরাণী, আপন দুলাল ও সপ্তডিঙ্গা প্রভৃতি।


মন্তব্য করুন