Select Page

শাকিবকে কী সম্বোধন করেন বুবলি?

শাকিবকে কী সম্বোধন করেন বুবলি?

ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খানকে নায়িকারা সাধারণত ‘শাকিব ভাই’ সম্বোধন করেন, একটু জুনিয়র হলে ‘ভাইয়া’ আর স্ত্রী অপু বিশ্বাসের ক্ষেত্রে শুধুই ‘শাকিব’। আর শাকিবের হালের সেনসেশন শবনম বুবলি কী সম্বোধন করেন?

সেটে বা অন্য সময়ে শাকিবকে কী সম্বোধন করেন বুবলি— তা আপাতত জানানো যাচ্ছে না। তবে প্রকাশ্যে কী সম্বোধন করেন তা সহজেই জানতে পারবেন।

হ্যাঁ, শাকিবকে ‘সুপারস্টার’ সম্বোধন করেন বুবলি। অন্তত তেমন প্রমাণ দিচ্ছে মঙ্গলবারের প্রথম আলোর অনলাইন সংস্করণ। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার কাস্টিং প্রসঙ্গে বুবলির সাক্ষাৎকার নেয় দেশের এক নম্বর পত্রিকাটি। সেখানে স্বভাবতই এসেছে শাকিব প্রসঙ্গ। বেশ কয়েকবার এ নায়কের প্রসঙ্গ আসলেও শাকিবের নাম উচ্চারণ করেননি নায়িকা। তিনি বারবার শাকিবকে ‘সুপারস্টার’ সম্বোধন।

অবশ্য. শাকিব যে ঢাকাই সিনেমার যথার্থ সুপারস্টার তা নিয়ে কারো সংশয় নেই। তবে এপ্রিলে এক টিভি লাইভে বারবার নিজেকে সুপারস্টার উল্লেখ করে সমালোচনার স্বীকার হয়েছিলেন শাকিব।


মন্তব্য করুন