Select Page

শাকিবের নায়িকা নন মৌমিতা, তবে?

শাকিবের নায়িকা নন মৌমিতা, তবে?

শাকিব খান ও মৌমিতা মৌ

# শোনা গিয়েছিল কাজী হায়াতের পরিচালনায় শাকিবের অন্যতম নায়িকা হচ্ছেন মৌমিতা মৌ
# প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, এ নায়িকা থাকছেন না শাকিবের বিপরীতে
# আরও জানান, আগামী মাসের ১০ তারিখ শুটিং শুরু হবে, এরই মধ্যে আমরা তাদের সিলেক্ট করব
# গুঞ্জন রয়েছে প্রধান নায়িকা চরিত্রে পরিচালকের পছন্দ জয়া আহসান, অন্যদিকে শাকিব চান শবনম বুবলিকে

শুটিং শুরু হওয়ার শুরু হতে মাসখানেক দেরি আছে। এর মধ্যে নানা কারণে আলোচনায় এসেছে কাজী হায়াৎ-শাকিব খানের প্রথম যুগলবন্দি ‘বীর’। সম্প্রতি নায়িকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে মৌমীতা মৌয়ের নাম শোনা গেলেও ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল জানালেন, খবরটি সঠিক নয়।

তিনি এনটিভি অনলাইনকে বলেন, “আমি বেশ কিছু নিউজ দেখেছি যে আমার ‘বীর’ ছবিতে শাকিব খানের দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করছেন মৌমীতা মৌ। খবরটা কে কোথায় পেল, আমি বুঝতে পারছি না। ছবির একটি চরিত্রের জন্য আমি মৌমীতাকে নিয়েছিলাম। সেই চরিত্র হচ্ছে শাকিব খানের বোনের চরিত্র। দ্বিতীয় নায়িকা নয়। ছবিতে নায়িকা হিসেবে কাজ করবেন দুজন। কে বা কারা কাজ করছেন, বিষয়টি এখনই আমরা বলতে পারছি না। তবে যেহেতু আগামী মাসের ১০ তারিখ শুটিং শুরু হবে, এরই মধ্যে আমরা তাদের সিলেক্ট করব।”

গুঞ্জন রয়েছে প্রধান নায়িকা চরিত্রে পরিচালকের পছন্দ জয়া আহসান, অন্যদিকে শাকিব চান শবনম বুবলিকে।

‘বীর’ মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন শাকিব খান। তিনি এর আগে শাকিব ও বুবলি অভিনীত ‘শ্যুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি।


মন্তব্য করুন