Select Page

শাকিবের নায়িকা পরীমনি

শাকিবের নায়িকা পরীমনি

kffkt9kn_9483নবাগত পরীমনির এখনো কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। এর মধ্যেই পরিচালকরা তার মধ্যে সম্ভাবনার আঁচ পেয়েছেন। তাই একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সর্বশেষ চুক্তিবদ্ধ হলেন শাকিব খানের সঙ্গে অভিনয়ে। নতুন এ ছবির নাম ধুমকেতু। সোমবার চলচ্চিত্রটির মহরত হয়ে গেছে। এতে চলচ্চিত্রের পরিচালক ও কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

শফিক হাসান পরিচালিত ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন মুনির রেজা।

চলচ্চিত্রে দেখা যাবে, শিল্পপতি আলীরাজ প্রতিবছর বাবার-মায়ের মৃত্যুবার্ষিকী পালন করেন নিজ গ্রামে। সঙ্গে থাকেন তার স্ত্রী। প্রতিবছরের মতো সেবারও বাড়ির উদ্দেশে রওয়ানা দেন তারা। পথে সড়ক দূর্ঘটনার শিকার হন। অন্তসত্ত্বা স্ত্রীকে ভর্তি করা হয় কাছের একটি হাসপাতালে। সেখানে জন্ম পরীমনির। শুধু তাই-ই নয়, কিশোর শাকিব খান প্রথমবারের মতো পরীমনিকে দেখেন এ হাসপাতালেই।

ধীরে ধীরে বড় হতে থাকে দুজনেই। একসময় ভাললাগা রূপ নেয় ভালোবাসায়। ভালবাসার টানেই পরীমনির বাড়িতে লজিং শিক্ষক হিসেবে শাকিবের প্রবেশ। বেশ ভালোই কাটতে থাকে সব কিছু। এ দিকে গল্পের আরেক নায়িকা তানহা তাসনিয়া। যার সঙ্গে সেই ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল শাকিবের। আর এ বিয়ে ঠিক করেছিলেন শাকিবের মা। একদিকে ভালবাসার মানুষ পরীমনি, অন্যদিকে মা। এক পর্যায়ে তানহাকে নিয়ে শহরে আসে শাকিব খান। এভাবেই এগিয়ে যেতে থাকে ‘ধূমকেতু’র কাহিনী।

এ বছরের মধ্যে ছবিটির কাজ শেষ হবে বলে পরিচালক আশা প্রকাশ করেন।


মন্তব্য করুন