Select Page

শাকিবের নায়িকা হবেন মিষ্টি জান্নাত! এ নিয়ে আজগুবী নাটক!

শাকিবের নায়িকা হবেন মিষ্টি জান্নাত! এ নিয়ে আজগুবী নাটক!

‌‘শাকিব খান আমার সাথে ছবি না করলে আমি আত্মহত্যা করব’— এমন ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত।  কিন্তু এটি ছিল প্রচারণা কৌশল। সিনেমার কাজ শুরু না হতেই এমন প্রচারণায় প্রশ্নবোধক হয়ে উঠেছে পুরো ব্যাপারটি।

শাকিব খানের সাথে ‘প্রেমবাজ’ শিরোনামের একটি ছবি করছেন এ নায়িকা। যথারীতি পরিচালনা করবেন সজল আহমেদ। আগামী বছরের বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হবে।

সিনেমার গল্পে দেখা যাবে, সাধারণ ছেলে থেকে নামকরা নায়ক হয়ে উঠে শাকিব খান। তার প্রেমিকা মিষ্টি জান্নাতও নায়িকা। সফলতার আহমে তাকে বাদ দিয়ে অন্য নায়িকার সঙ্গে ছবি করে শাকিব। মিষ্টি অভিনয় করতে চাইলেও পাত্তা দেয় না। বাধ্য হয়ে মিষ্টি তখন বলে, ‘শাকিব আমার সাথে ছবি না করলে আমি আত্মহত্যা করব।’

মিষ্টি জান্নাত রোববার দিবাগত রাতে ফেসবুকে লেখেন, ‘শাকিব যদি আমার সাথে মুভি না করে তাহলে আমি সুইসাইড করব!’ এমন স্ট্যাটাসে অনেকেই অবাক হয়েছেন।

মাস কয়েক আগে শাকিবের বিপরীতে ‘আমি নেতা হবো’ সিনেমায় চুক্তিবদ্ধ হন মিষ্টি। আরো ছিলেন নবাগত সুপ্তি শেখ। পরে সুপ্তির বদলে আসেন বিদ্যা সিনহা মিম। কয়েকদিন পর শোনা যায়, মিষ্টি সিনেমাটি ছেড়ে দিয়েছেন। এ সময় পরস্পরবিরোধী মন্তব্য পাওয়া যায় প্রযোজক ও মিষ্টির কাছ থেকে। মিষ্টির পরের স্ট্যাটাসটি সেদিকেই যায়। তিনি লেখেন. ‘মজার ব্যাপার হলো যখন বলি যে আমি অমুক ছবি ছেড়ে দিয়েছি তখন সিরিয়াসলি নেয় না। আর যখন বলি সুইসাইড করব তখন সিরিয়াসলি নেয়।’

সব মিলিয়ে হাস্যকর কাণ্ডই ঘটালেন এ নায়িকা। দেখা যাক, কতদূর গড়ায় ‘প্রেমবাজ’।


মন্তব্য করুন