Select Page

শাকিবের প্রযোজনায় অপু ও ববি

শাকিবের প্রযোজনায় অপু ও ববি

imagesশাকিব খান প্রযোজনায় নাম লেখাচ্ছেন এটা বেশ ক’দিন আগেই শোনা গিয়েছিল। সাম্প্রতিক এক সাক্ষাতকারে তিনি প্রযোজনায় আসার খবরটি জানিয়েছিলেন। জানা গেছে, গত সপ্তাহে প্রযোজনা সংস্থার নাম লিপিবদ্ধের জন্য আবেদনও করেছেন প্রযোজক সমিতিতে। ঠিক করে ফেলেছেন প্রথম ছবির গল্প, পরিচালক ও অভিনয় শিল্পী।

শাকিবের প্রথম ছবিটি ত্রিভুজ প্রেমনির্ভর। মূল চরিত্রে তিনিই থাকছেন। নায়িকা চরিত্রে থাকছেন অপু বিশ্বাসববি। অপু বিশ্বাস ও শাকিব খান পরীক্ষিত জুটি- তাদের দর্শক চাহিদা এখনো অটুটু। অন্যদিকে, ববির সাখে এখনো কোন ছবি মুক্তি না পেলেও তাদের মুক্তিপ্রতীক্ষিত ‘ফুল অ্যান্ড ফাইনাল’ বেশ আলোচনায় আছে। শোনা যাচ্ছে ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাবে।

নতুন ছবিটি পরিচালনা করছেন শাকিবের অনেক হিট ছবির পরিচালক বদিউল আলম খোকন। খোকন জানান, আগামী সপ্তাহে ছবি ও প্রযোজনা সংস্থার নাম জানানো হবে।

এদিকে ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরের বিশ তারিখ থেকে।


মন্তব্য করুন