Select Page

শাকিবের যৌথ প্রযোজনাপ্রীতি, পূর্ণিমার প্রশ্ন! (ভিডিও)

শাকিবের যৌথ প্রযোজনাপ্রীতি, পূর্ণিমার প্রশ্ন! (ভিডিও)

‘শিকারি’ সিনেমায় অভিনয়ের জন্য দর্শক বিচারে মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন শাকিব খান। পুরস্কারের গ্রহণের পর এ নায়ক যৌথ প্রযোজনার গুণগান শুরু করলে মঞ্চেই প্রশ্ন তোলেন নায়িকা পূর্ণিমা

নিজের অনেক সিনেমার নায়িকা ‌পূর্ণিমাকে ‘আপা’ সম্বোধন করে শাকিব খুব উচ্ছসিত হয়ে জানান, সেরা সিনেমা হিসেবে ‘শিকারি’ কলকাতায় অনেক বড় পুরস্কারের আসর কালাকার থেকে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। সিনেমাটি এপার-ওপার বাংলাসহ বিভিন্ন দেশে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বাইরের সবাই প্রশংসা করে।

তার কথারই ফাঁকে পূর্ণিমা প্রশ্ন তুলেন, কো-প্রডাকশন নিয়ে এতো প্রশংসা কেন? বাংলাদেশে আর ছবি হয় না! তখন পূর্ণিমার যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে খোঁচা দেন শাকিব। পূর্নিমা জানান, তিনি আরো ছবি করেছেন।

এরপর শাকিব বলতে শুরু করেন, কারিগরি দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। স্থানীয়ভাবে অনেক ভালো হয়েছে। এর মধ্যে রয়েছে ‘আয়নাবাজি’।

শাকিব জানান, ‘শিকারি’ তার প্রথম যৌথ প্রযোজনার ছবি। অথচ আট বছর আগেই ‘সবার উরের তুমি’ নামের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কয়েকদিন আগে অপু বিশ্বাসের পাল্টাপাল্টি একটি টেলিভিশন চ্যানেলের লাইভে আসেন শাকিব। সেখানেও ‘শিকারি’র প্রশংসা মাতেন।

এমনকী দেশীয় সিনেমা নিয়ে প্রথম আলোর কাছে বেঁফাস মন্তব্য করাই সম্প্রতি শাকিবের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে পরিচালক সমিতি। উত্তরে শিল্পী সমিতির নির্বাচন স্থগিতের ঘোষণা দেন।

ওই সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুইদিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না।’


মন্তব্য করুন