Select Page

শাকিবের লুকে দেবের প্রশংসা

শাকিবের লুকে দেবের প্রশংসা

২২ মার্চ প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এর ফার্স্ট লুক। সেটি দেখে দারুণ উচ্ছ্বসিত টালিগঞ্জ তারকা দেব।

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ এই নায়ক টুইটও করেছেন, “এবারের ঈদের বড় আকর্ষণ এই ছবি। হোয়াট আ ফার্স্ট লুক! গুড জব টিম। ঈদের সব ছবির লুকই দেখেছি, তবে ‘নবাব’ আলাদা।”

ছবির লুক দেখে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকেও ফোন করেন দেব।

আজিজকে বলেছেন, ‘শুধু বাংলাদেশেই নয়, শাকিব এখন কলকাতায়ও তুমুল জনপ্রিয়। অভিনন্দন তাকে।’

ঘটনাটা শাকিবকে জানালে তিনি খুশি হন। বলেন, ‘দেবের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। বাংলাদেশে এলে আমার সঙ্গে ও দেখা করে। কলকাতা গেলে আমিও ওর সঙ্গে সময় কাটাই। তার টুইট আমাকে উৎসাহিত করেছে।’

তবে এবারই প্রথম নয়, এর আগেও শাকিবের ‘শিকারি’ নিয়ে টুইট করেছিলেন দেব।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন