Select Page

শাকিবের সঙ্গে প্রেমের চান্স আছে!

শাকিবের সঙ্গে প্রেমের চান্স আছে!

shakib_khan_srabonty_shikari

শিকারি’ সিনেমার প্রচারণায় মঙ্গলবার ফেসবুকে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেন দুই তারকা শাকিব খানশ্রাবন্তী। এ সময় এক ভক্ত শাকিবকে প্রশ্ন করেন আপনি প্রেম করছেন কিনা? প্রশ্নটি শোনে হাসিতে ফেটে পড়েন শাকিব-শ্রাবন্তী। তারপর উত্তরে শাকিব বলেন, ‘আমি এখনো সিঙ্গেল।’

অন্যদিকে এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘তোমরা মেয়েরা যারা আছো তারা শোনে নাউ। এত কিউট, হ্যান্ডসাম হিরো- তোমাদের কিন্তু চান্স আছে।’

প্রায় ১৩ মিনিট ব্যাপ্তির এই ভিডিও আড্ডায় শাকিব-শ্রাবন্তীকে নানা প্রশ্ন করেন তাদের ভক্তরা। এ সময় জানতে চাওয়া হয় তাদের রসায়ন নিয়ে।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘শিকারি মুভিটা করার আগে থেকেই শ্রাবন্তীকে অনেক ভালো লাগে। তার অনেক সুন্দর সুন্দর মুভি দেখেছি। আর শ্রাবন্তী দেখতে কেমন সেটা আমার চেয়ে তো আপনারাই ভালো বলতে পারবেন। সি ইজ ভেরি কিউট। হট অ্যান্ড ভেরি সেক্সি। যতদিন ওর সঙ্গে কাজ করেছি খুব এক্সাইটমেন্ট নিয়ে কাজ করেছি। চেষ্টা করেছি শ্রাবন্তীর সঙ্গে আমার কেমিস্ট্রিটা যেন ভালো হয়।’

৭ জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার এই সিনেমাটি। ১২ আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘শিকারি’। পাশাপাশি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়।

সূত্র: রাইজিং বিডি


মন্তব্য করুন