Select Page

শাকিবের সঙ্গে বুবলির নতুন মিশন

শাকিবের সঙ্গে বুবলির নতুন মিশন

shakib-bubly

শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’তে অভিনয়েই দারুণ সাড়া পাচ্ছেন শবনম বুবলি। ইতোমধ্যে জুটিয়ে ফেলেছেন ভক্ত শ্রেণী। খুশির খবর হলো শাকিবের বিপরীতে তাকে দেখা যেতে পারে একাধিক নতুন ছবিতে।

এর একটি হলো রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’। মার্চে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। শুরুতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও এ অভিনেত্রী অন্তরালে যাওয়ায় দৃশ্যপট পাল্টে যায়। তার বদলে সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বুবলি।

‘শুটার’-এর প্রযোজক মোহাম্মদ ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এরই মধ্যে বুবলিকে ছবির জন্য নিয়েছি। ঈদের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। তাকে নেওয়ার কারণ হলো তিনি শাকিবের সাথে এখন একটি কাজ করছেন। এমনকি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতেও কাজ করছেন বুবলি। আমরা তার অভিনয় দেখে মুগ্ধ, আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশে নতুন একজন নায়িকা এসেছেন, যে কি না ভালো কিছু ছবি উপহার দিতে পারবেন, এটা আমার বিশ্বাস।’

এদিকে মানব জমিন জানায়, শাকিব খানের নিজস্ব প্রোডাকশন থেকে নতুন ছবির প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ছবিতেও অভিনয় করার কথা রয়েছে এই নবাগত নায়িকার।

তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।


মন্তব্য করুন