Select Page

শাকিবের সঙ্গে সিনেমার ঘোষণা রায়হান রাফীর

শাকিবের সঙ্গে সিনেমার ঘোষণা রায়হান রাফীর

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের মুখে পড়া শাকিব খানের এখন প্রয়োজন চট জলদি বড় কোনো ঘোষণা। সেটিই হলো, তাকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী।

পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় আজ এ ঘোষণা দিয়েছেন। তিনি লেখেন, “আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের— সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোন গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।

অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশী সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফীর কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।”

রাফী আরো লেখেন, “দামালের পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন ওটপি খান ও মনিরুজ্জামান
এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল।”


মন্তব্য করুন