Select Page

শাকিবের সিনেমায় ঠাঁই হচ্ছে না ভারতীয়দের!

শাকিবের সিনেমায় ঠাঁই হচ্ছে না ভারতীয়দের!

# শাকিব খানের দেশি সিনেমাও মানে যেন, ভারতীয় কলাকুশলীদের বাণিজ্য
# এবার নাকি তার ব্যতিক্রম হচ্ছে। দেশের ‘বেকারদের’ উদ্ধার করতে এলেন নায়ক
# শাকিব বলেন, অনেকটা বাধ্য হয়ে নিজেই অর্থ লগ্নি করছি শুধু সহকর্মীদের কথা ভেবে

গত কয়েক বছরে দেখা গেছে ভারসাম্যহীন যৌথ প্রযোজনা বা ভারতীয় সিনেমার জন্য শাকিব খানের শিডিউলের অভাব নেই। প্রচারণায়ও ঠিকঠাক সময় দেন। আবার দেশিয় সিনেমায় অভিনয় করলেও ভারতীয়দের জায়গা পেতে সমস্যা হতো না। এ নিয়ে ভারতের গুণকীর্তনও শোনা যেত নায়কের মুখে।

অবস্থা এমন হয়েছে শাকিব খানের ছবি মানে কোনো না কোনো ভারতীয় কলাকুশলী। গীতিকার, সুরকার, কোরিওগ্রাফার, মারপিট পরিচালক, চিত্রগ্রাহক, এমনকি নায়িকা কিংবা পার্শ্বচরিত্র—কেউ না কেউ থাকতেন ওপারের।

আর কিছুদিন পরই শিল্পী সমিতির নির্বাচন। তার আগেই শোনা গেল অন্য কথা। এবার নাকি শাকিবের নিজের প্রযোজিত ছবি ‘ফাইটার’ নির্মিত হবে দেশি কলাকুশলী নিয়ে।

১৫ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হতে যাওয়া ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী। শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলি। ছবির সংগীত পরিচালনায় থাকবেন শওকত আলী ইমন। চিত্রগ্রহণে শাহীন ও মারপিটে ভাতিজা চুন্নু।

কালের কণ্ঠকে শাকিব বলেন, ‘ছবি নির্মাণ কম হওয়ায় অনেক দেশি কলাকুশলী বেকার হয়ে পড়েছেন। এই সময় আমি তাদের পাশে দাঁড়াতে চাই। অনেক প্রযোজক ছবি নির্মাণ থেকে বিরত আছেন। অনেকটা বাধ্য হয়ে নিজেই অর্থ লগ্নি করছি শুধু সহকর্মীদের কথা ভেবে। আমার বিশ্বাস, আমাকে কেউ হতাশ করবেন না। নিজেদের সেরাটা দিয়ে দেখিয়ে দেবেন সুযোগ পেলে তাঁরাও কাজ দেখাতে পারেন।’

‘ফাইটার’ ছবিতে শাকিব খানের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন এম ডি ইকবাল। এর আগে তিনি শাকিবকে নিয়ে ‘শ্যুটার’ ছবিটি নির্মাণ করেছিলেন। দুজনে এখন থেকে বছরে দুটি করে ছবি নির্মাণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অনেকদিন ভারতীয় লগ্নিতে পাওয়া যাচ্ছে না শাকিবকে। মূলত এ নায়ককে ঘিরে দুই দেশের সিনেমা হলেও মূল টার্গেট ছিল বাংলাদেশ। গত বছর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও ‘ভাইজান এলো রে’ ছাড়া কোনোটি সুবিধা করতে পারেনি। এর মধ্যে যৌথ প্রযোজনা নিয়ম সংস্কার, উৎসবে বিদেশি সিনেমায় নিষেধাজ্ঞা ও ভারতীয় প্রযোজকদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শাকিবের। এর পরও মাঝে ভারতীয় সিনেমা নিয়ে হাঁক ছাড়েন। কখনো বলেন ভারতীয় সিনেমা ছেড়ে দিয়েছেন। আবার বলেন, কয়েকটিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। তবে এ নিয়ে বিপরীত পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায় না।

 


মন্তব্য করুন