Select Page

শাকিবের ‘সেফটিপিন’ রহস্য

শাকিবের ‘সেফটিপিন’ রহস্য

‘তামিল নায়ক সুরিয়া পরলে স্টাইল আর শাকিব পরলে ক্ষ্যাত’— রেগে দিয়ে এমনটাই বলছিলেন শাকিব খানের ভক্ত। প্রসঙ্গ ‘অহংকার’ সিনেমার গানে এ নায়ক কানে পরেছিলেন সেফটিপিন। তা নিয়ে অনলাইন ঠাট্টায় সরগরম হয়ে ওঠেছিল। এবার মুখ খুললেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।

এ নির্মাতা বলেন, ‘শাকিব খান এটা ইচ্ছা করেই করেছেন। ভুলের কিচ্ছু নেই। এটা একটা স্টাইল। শাকিবের কাছে মনে হয়েছে এই গানের সময় তিনি এই স্টাইল নেবেন, তিনি নিয়েছেন। এখানে আমার এবং কোরিগ্রাফারের বলার কিচ্ছু নেই। নতুন এক্সপেরিমেন্ট চালিয়েছেন শাকিব।’

লিটন বলেন, ‘শাকিবের কানে একটা ফুটো আছে। কিন্তু যখন এই গানটার শুটিং করি তখন শাকিব খান সিদ্ধান্ত নেন কানের ফুটোতে সেফটিপিন ব্যবহার করবেন। আমার তো মনে হয় দর্শকেরা ইতিবাচকভাবে নেবে এটা।’

শাকিব-বুবলির ‘অহংকার’ ছবির প্রকাশিত ভিডিওতে ২ মিনিট ৩ সেকেন্ডের স্থানে শাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে। তিনি কানের লতিতে পরেছেন সেফটিপিন। এটা নিয়ে শুরু হয় জল্পনা।

সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।

কালের কণ্ঠ অবলম্বনে


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares