Select Page

শাকিব-অপুর মা আনোয়ারা-আফরোজা

শাকিব-অপুর মা আনোয়ারা-আফরোজা

anwara-afroza banu

আটবার জাতীয় পুরস্কার বিজয়ী আনোয়ারাকে অনেকদিন সিনেমায় দেখা যায় না। আর আফরোজা বানু মূলত টেলিভিশন নাটক অভিনেত্রী, হাতে গোনা কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার দুজনকে দেখা যাবে একই সিনেমায়। নাম ‘মা’।

সিনেমাটিতে তারা শাকিব খান ও অপু বিশ্বাসের মায়ের চরিত্রে অভিনয় করবেন। মঙ্গলবার বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে হয় সিনেমাটির মহরত। পরিচালনা করছেন কালাম কায়সার। তিনি জানান, শুটিং চলবে ১০ ফেব্রুয়ারির পর্যন্ত।

‌‘মা’ প্রসঙ্গে কালাম কায়সার এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ধরনের ছবি এর আগেও একাধিকবার নির্মাণ হয়েছে, তারপরও একই রকম ছবি করছি কারণ বাংলাদেশের দর্শক নিজের গল্পটাই চলচ্চিত্রে দেখতে চায়, তাই। আমার বিশ্বাস এই ছবিতে দর্শক নিজেদের জীবনের অংশই দেখতে পাবে। দু্ই মাকে নিয়ে আমার ছবির গল্প, দর্শকের ভালো লাগবেই।’

এ দিকে বর্ষীয়ান শিল্পী আনোয়ারা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করতে না পারলে নিজেকে অসুস্থ মনে হয়। আবার অভিনয় করার মতো গল্প পাই না। বেশির ভাগ ছবিতেই মনে হয় ছবির প্রমোশনের জন্য, পোস্টারে ছবি ছাপানোর জন্য আমাদের কাছে অভিনয়ের অফার নিয়ে আসে। ছবির গল্পে বা পরিচালকের কথায় কোনো গভীরতা পাই না। যে কারণে আসলে আগের মতো আর কাজ করা হচ্ছে না। এই ছবির গল্প অনেক সুন্দর, অভিনয় করার অনেক সুযোগ রয়েছে।’


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares