Select Page

শাকিব খান ও জায়েদ খানের রাজনীতি

শাকিব খান ও জায়েদ খানের রাজনীতি

25127শাকিব খান বাংলা চলচ্চিত্রের একচ্ছত্র নায়ক অনেকদিন। শাকিব খানের ছবি মানেই হিট ছবি। বাংলা চলচ্চিত্রের দুর্দিনে হাল ধরে ছিলেন তিনি, তার পুরস্কার পাচ্ছেন এখন। অন্যদিকে জায়েদ খানের ছয় বছরের ক্যারিয়ারে মোট ছবির সংখ্যা তেরটি, কিন্তু শাকিব খানের সাথে একই ছবিতে কাজ করেন নি একবারও। এবার সে সুযোগ পাওয়া গেল রাজনীতি ছবির কল্যাণে।

রাজনীতি পরিচালনা করবেন বুলবুল বিশ্বাস। এ মাসের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরুর সম্ভাবনা – এমনটা জানিয়েছেন পরিচালক।

শাকিব খানের ভাই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে জায়েদ খান বেশ রোমাঞ্চিত, আশা করছেন নতুন অভিজ্ঞতা হবে, ভালো কিছু তৈরী হবে। অন্যদিকে শাকিব খান বড়ভাইসুলভ মন্তব্যে জানিয়েছেন, ‘সবার সঙ্গেই কাজ করতে চাই। জায়েদ খান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছে। ভালো করছে। সবাই মিলে ভালো কাজ করলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে।’

বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডে ছবির শ্যূটিং হবে বলে জানিয়েছেন পরিচালক। এবার অপেক্ষার পালা।

সূত্র: প্রথম আল


মন্তব্য করুন