Select Page

শাকিব খান ফের হাসপাতালে

শাকিব খান ফের হাসপাতালে

হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে সোমবার আবারো ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খান। সেখানে ড. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। খবর মানবজমিন।

শাকিবের চাচাতো টুলু সোমবার রাত ১১টায় সংবাদপত্রটিতে বলেন, ‘আমি একটু আগেই দেখে এলাম। শাকিব ভাই ভালো আছেন। আগামীকাল (মঙ্গলবার) হয়তো তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। মনির বলেন, শাকিবের সকাল থেকেই বুক ও ঘাড়ে ব্যাথা হচ্ছিল। তাই চেকআপের জন্য হাসপাতালে যান। পরে ডাক্তারের পরামর্শে সেখানে তাকে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন।’

উল্লেখ্য, এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১৩ এপ্রিল একই হাসপাতালে গিয়েছিলেন শাকিব খান। চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি অবস্থায়ই শামীম আহমেদ রনির ‘রংবাজ’ ছবির মহরতে যান এবং এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টানা কিছুদিন ঢাকার বাইরে শুটিংও করেন।


মন্তব্য করুন