Select Page

শাকিব খান – মীমের ‘কানামাছি’

শাকিব খান – মীমের ‘কানামাছি’

Shakib Khanআমার প্রাণের প্রিয়া চলচ্চিত্রে শাকিব খান এবং বিদ্যা সিনহা মীম প্রথমবারের মত জুটিবদ্ধ হয়ে কাজ করেন। এবার ‘কানামাছি‘ ছবিতে অভিনয়ের জন্য দুজন আবার জুটিবদ্ধ হলেন।

কানামাছি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

শাকিব খানের সাথে অভিনয় প্রসঙ্গে মীম বলৈছেন, ছবির গল্প ভালো লেগেছে তার কাছে। তার চরিত্রটি ঠিকমত করতে পারলে দর্শকরা তার প্রেমে পড়ে যাবেন।

পরিচালক রাজ বলেন, নায়িকা চরিত্রের সাথে মীম ভালোভাবে মানিয়ে যাবেন বিশ্বাস থেকেই তিনি মীমকে নির্বাচন করেছেন।

মীম সহঅভিনেতা হিসেবে শাকিব খানকে ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে কানামাছি চলচ্চিত্রের শ্যুটিং শুরু হবে।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন