Select Page

শাকিব-বুবলির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’!

শাকিব-বুবলির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’!

শাপলা মিডিয়ার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ও শবনম বুবলি, নাম ‌’চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। পরিচালনা করবেন উত্তম আকাশ।

উত্তম আকাশ বলেন, এর আগে আমি ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’ ছবিটি নির্মাণ করেছিলাম। শাকিব-শাবনূর অভিনীত ছবিটি সুপারহিট হয়েছিল। এবার শাকিবের সঙ্গে বুবলীকে নিয়ে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নির্মাণ করতে যাচ্ছি। ছবিটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে। ঈদের আগে ছবির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। যদি ঈদের আগে না হয়, তবে ঈদের পরই শুরু করব।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, এটি আমাদের প্রডাকশনের চতুর্থ ছবি। শাকিব-বুবলিকে ছবিতে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ করেছি।

এটি শাকিব-বুবলি অভিনীত পঞ্চম ছবি হতে যাচ্ছে। এর আগে ‘বসগিরি’, ‘শুটার’ নামের দুটি ছবি মুক্তি পায় এই জুটির। আগামী ঈদে শাকিব-বুবলীর ‘অহংকার’, ‘রংবাজ’ নামে আরও দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে।


মন্তব্য করুন