Select Page

শাকিব ভক্তকে নিয়ে চলচ্চিত্র

শাকিব ভক্তকে নিয়ে চলচ্চিত্র

shakib-khanশাকিব খানকে নিয়ে অনেকদিন ধরে অনলাইনে কাজ করছে ‘টিম শাকিব খান’। সে টিমের দলনেতা আবু সাঈদ তুহিনের নামে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘তুহিন’ নামের চলচ্চিত্রটি হতে যাচ্ছে শাকিবের জন্মদিনের উপহার। পরিচালনা করছেন সাজ্জাদ খান।

এ প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘অনলাইনে শাকিব খানকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার পেছনে অনেক বেশি অবদান তুহিন ভাইয়ের। তার প্রতি শ্রদ্ধা জানাতে আর যেহেতু আমাদের গল্পের নায়কও একজন শাকিব ভক্ত, তাই এমন নামকরণ।’

গল্পে একজন ১৫-১৬ বছরের শাকিব ভক্তের পাগলামি উঠে আসবে। অভিনয় করবেন নতুন কিছু মুখ।

‘তুহিন’-এর ব্যাপ্তিকাল ৪০ মিনিট। ২০১৭ সালের ২৮ মার্চ শাকিবের জন্মদিনে বিএফডিসিতে ছবিটির প্রিমিয়ার হবে।

১০ অক্টোবর ‘তুহিন’-এর শুটিং শুরু হবে। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কবির হোসেন সাদ্দাম। প্রযোজনা করছে মাইক্রো ফিল্মস।


মন্তব্য করুন