Select Page

শাকিব-রনির সঙ্গে নেই অপু

শাকিব-রনির সঙ্গে নেই অপু

apu-biswash

শামীম আহমেদ রনির ‘বসগিরি’তে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল অপু বিশ্বাসের। এই ছবিতে চরিত্রের প্রয়োজনে যে নতুনরূপে আসতে চেয়েছিলেন, অল্প সময়ের মধ্যে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারেননি। তাই নিজেকে সরিয়ে নিলেন।

৫ মে ‘বসগিরি’র শুটিং শুরুর কথা। অপু প্রথম আলোকে বলেন, ‘সত্যিকার অর্থে আমি দর্শকদের ধোঁকা দিতে চাইনি। চরিত্রটির জন্য শরীরের ওজন আরও কমাতে হবে। সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত করতে আরও দু-তিন মাস সময় লাগবে। ছবির শুটিংয়ের সবকিছু এখন প্রস্তুত। শুধু আমার জন্য এত দীর্ঘ সময় শুটিং পিছিয়ে যাক, আমি তা চাইনি। তাই নিজ থেকেই সরে দাঁড়াচ্ছি।’

এ দিকে ফেসবুক স্ট্যাটাসে মঙ্গলবার রনি বলেন, “আমাদের সম্পর্কটা নায়িকা-পরিচালকের না, সম্পর্কটা ভাই-বোনের। তিনি আমাকে স্নেহও করেন, ভালোও বাসেন, আবার শাসনও করেন ভুল করলে বা দেখলে। আমার দ্বিতীয় ছবি বসগিরির জন্য চুক্তিবদ্ধও করেছিলাম গতবছর। আমাদের অনেক পরিকল্পনাও ছিলো দিদিকে নিয়ে। নতুন লুকে আনবো দর্শকদের সামনে, এটা ছিল আমার চ্যালেঞ্জ। দিদিও নিয়েছিলেন চ্যালেঞ্জটা। কঠোর পরিশ্রম শুরু করেছিলেন বসগিরির জন্য। কিন্তু সময়ের ফাঁদে আটকা পড়ে গেলাম। শাকিব ভাই হঠাৎই শুটিং শিডিউল এগিয়ে আনাতে দিদি পড়ে গেলেন জটিলতায়। আজ ডেকে নিয়ে তাই বললেন, ‘ছবিটিতে আমাকে রেখো না ভাই। কারণ এতো অল্প সময়ে নিজের নতুন রূপে আসতে পারবো না আমি। ভালো একটি কাজের স্বার্থেই অন্য কাউকে নিয়ে কাজটি শুরু করো।”

রনি আরো লেখেন, শিগগিরই অপুকে নায়িকা করে আরেকটি সিনেমা বানাবেন।

মাস কয়েক আগে ‘প্রিয়া রে’ নামের সিনেমার ঘোষণা দেন রনি। সিনেমাটির নায়ক-প্রযোজক হিসেবে শাকিবের নাম শোনা যায়। ওই সিনেমায়ও থাকছেন না অপু। রনির প্রথম সিনেমা ‘মেন্টাল’ মুক্তি পাবে ঈদে।

 


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares