Select Page

শাকিব-শুভশ্রীর ‘ভ্যালেন্টাইনস ডে’

শাকিব-শুভশ্রীর ‘ভ্যালেন্টাইনস ডে’

shakib-shuvosriজানা গেল শাকিব খানশুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার ছবির নাম। জাজ মাল্টিমিডিয়া জানায়, ‘ভ্যালেন্টাইনস ডে’ হবে নতুন এই ছবির নাম।

সবকিছু ঠিকমতো এগোলে আগামী ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস সামনে রেখে ছবিটি মুক্তি দেওয়া হবে।

১ নভেম্বর থেকে কলকাতায় নতুন এই ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু ছবির নায়ক শাকিব খানের কারণে তা পিছিয়ে যায়। এর বদলে ১৫ নভেম্বর শুরু হবে ‘ভ্যালেন্টাইনস ডে’র শুটিং।

এ ব্যাপারে শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘শিকারি ছবিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবেই এই ছবিতে পর্দায় আসতে চাই। নিয়মিত জিমে যাচ্ছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতেই শুটিংয়ের আগে বাড়তি কয়েক দিন সময় চেয়ে নিয়েছি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে।’

এই ছবির আরেক পরিচালক কলকাতার জয়দেব মুখার্জি। যৌথ প্রযোজনার শিকারি ছবিটিও পরিচালনা করেছেন তিনি।

জয়দেব মুখার্জি বলেন, ১৫ নভেম্বর থেকে একটানা ৪৫ দিন শুটিং হবে। কলকাতার পর বাংলাদেশ ও থাইল্যান্ডেও শুটিং হবে ছবিটির।


মন্তব্য করুন