Select Page

শাপলা মিডিয়ার ছবিতে সোহানা সাবা

শাপলা মিডিয়ার ছবিতে সোহানা সাবা

‘আজ একটি বিশেষ দিন’ নামের ছবির শুটিং শুরু করছেন সোহানা সাবা। যদিও কাজ শুরু হয়েছে ঈদুল ফিতরের আগে।

কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানায়, সাবা ইচ্ছে করে এত দিন কাউকে জানতে দেননি নতুন ছবির কথা। ভেবেছিলেন শুটিং শেষে ঘটা করে সবাইকে জানাবেন।

কিন্তু খবর গোপন থাকেনি। ছবির পরিচালক মাসুমা তানি প্রথম মুখ খোলেন।

পরে ছবিটি নিয়ে কথা বলেন সাবা, ‘পুরো একটা বছর ঘরবন্দি ছিলাম। ভেবেছিলাম করোনা শেষে কাজে ফিরব। তবে এক বছর যাওয়ার পর বুঝলাম করোনা এত সহজে আমাদের ছাড়বে না। করোনার মধ্যেই শুটিং করতে হবে। ঈদের আগে ছবির প্রথম লটের শুটিং করেছিলাম। ১ জুন থেকে বাকি অংশের কাজ করছি। আমি সবসময় ভালো গল্পে কাজ করার চেষ্টা করি। এই গল্পটিও সবার ভালো লাগবে।’

‘আজ একটি বিশেষ দিন’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। হলের পাশাপাশি ছবিটি ‘সিনেবাজ’ অ্যাপেও মুক্তি পাওয়ার কথা।


মন্তব্য করুন