Select Page

শাবনূর বাদ

শাবনূর বাদ

Shabnur-B-212x275ঘোষণা সত্ত্বেও পর পর ৫টি ছবিতে অভিনয়ের পর মোস্তাফিজুর রহমান মানিকের ৬ নম্বর ছবি থেকে বাদ পড়লেন শাবনূর। ছবির নাম ‘ইটিস-পিটিস প্রেম’। তাকে ছাড়াই শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে হয়ে গেল ছবির মহরত।

এর আগে শাবনূরকে নিয়ে মানিক নির্মাণ করেছেন ‘দুই নয়নের আলো, ‘মন ছুঁয়েছে মন’ এবং ‘মা আমার চোখের মনি’। মুক্তির অপেক্ষায় আছে ‘এমনই তো প্রেম হয়’ ও ‘কিছু আশা কিছু ভালবাসা’। এছাড়া  ‘দুই নয়নের আলো’তে অভিনয় করে শাবনূর জিতেছেন ক্যারিয়ারের একমাত্র শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি।

নতুন এই ছবিতে অভিনয় করছেন সায়মন সাদিক এবং নবাগতা প্রিয়াংকা পরী।

শাবনূর বাদ পড়া প্রসঙ্গে পরিচালক জানান, এই ছবির চরিত্রের সাথে শাবনূর মানানসই নন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন