Select Page

শাবানা বিব্রত!

শাবানা বিব্রত!

shabana

একটি অনলাইন পোর্টালের খবরের কারণে রটে যায় নন্দিত নায়িকা শাবানা মারা গেছেন। এ খবরে দেশ ও বিদেশের ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। তা জানতে পেয়ে বিব্রতবোধ করছেন শাবানা।

যুগান্তরের পক্ষ থেকে আমেরিকায় অবস্থানকারী শাবানার সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বামী ওয়াহিদ সাদেক জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব। শাবানা সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো সমস্যাই হয়নি।

এ খবরে শাবানা বেশ বিব্রত ও বিরক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী।

ওয়াহিদ আরও বলেন, ‘দিনভর আমার কাছেও এ ধরনের অনেক ফোন এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কে বা কারা কোন উদ্দেশ্যে এমন খবর প্রচার করল সেটা বুঝতে পারছি না। তবে আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই মিডিয়াকে জানাব।’

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, ৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন শাবানা। এ সফরে তিনি নতুন ছবির ব্যাপারেও সিদ্ধান্ত নেবেন।

১৯৯৭ সালে শাবানা চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। ২০০০ সালে সপরিবারে চলে যান আমেরিকায়।


মন্তব্য করুন