Select Page

শাহনেওয়াজ কাকলী’র নতুন ছবি

শাহনেওয়াজ কাকলী’র নতুন ছবি

indexশাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর‘ ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবির পুরস্কার পেতে যাচ্ছে। মাঝে ‘জলরঙ’ নামে একটি ছবি পরিচালনা করেছেন তিনি। এবার নিজের পরিচালিত তৃতীয় চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু করলেন শাহনেওয়াজ কাকলী।

নাম ‘ঢেউ’।

এতে অভিনয় করছেন নিরব, তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ প্রমুখ।

কুষ্টিয়ার শিলাইদহতে ২২ অক্টোবর থেকে এর চিত্রায়ন চলছে। চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।

কাকলী জানালেন, নদী, মাঝি, মাছ ধরাই ছবিটির বিষয়বস্তু। গল্পে তমার নাম ছায়া। তার বাবার নৌকা ও জাল নিয়ে মাছ ধরেন নিরব। তিনি বললেন, ‘জেলে চরিত্রে আগে কখনও কাজ করিনি। এজন্য আমাকে জাল ধরা ও ফেলা শিখতে হয়েছে। একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে।’

সূত্র: সমকাল

 


মন্তব্য করুন

Shares