Select Page

শিকারির পরিচালক কে?

শিকারির পরিচালক কে?

shakib_khan_srabonty_shikari

মহরতের দিন ঘোষণা দেওয়া হয়, ‘শিকারি’ ছবির পরিচালক বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারত থেকে জয়দেব মুখার্জির নাম। ছবির প্রচারণাও সেভাবে চলতে থাকে। কিন্তু ছবি মুক্তির আগে হঠাৎ করে বাংলাদেশি পরিচালক হিসেবে ব্যানারে প্রচার করা হয় আব্দুল আজিজের নাম। তখনো ভারতের পরিচালক হিসেবে জয়দেবের নাম ঠিক ছিল। কিন্তু কে জানত, চলতি সপ্তাহে এসে সেই বেচারির নামও পরিবর্তিত হবে!

সিনেমার শুরুতে সেন্সর সনদে দেখা যায় আব্দুল আজিজ ও জয়দেব মুখার্জীর নাম। কিন্তু শুরুর টাইটেলে দেখা যায় আব্দুল আজিজ ও রাজেশ কুমার যাদবের নাম। নেই প্রথম দুজন—সীমান্ত ও জয়দেব।

তবে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ মুখ খুলতে রাজি নয়। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট অভিনেতা সুব্রত এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা শুটিং করার সময় জয়দেব ও সীমান্তকে পেয়েছিলাম। পরে আব্দুল আজিজ ও রাজেশ কুমার যাদব ছবিটির পরিচালক হিসেবে কাজ করেছেন কি না জানি না।’

সিনেমাটি মুক্তির আগে পরিচালক সমিতিতে নিবন্ধিত নাম ও সেন্সর সনদের পরিচালকের নামে ভিন্নতা থাকায় এক দফায় বিতর্ক উঠে। সে সময় সেন্সর বোর্ড প্রযোজনা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশও দেয়।


মন্তব্য করুন