Select Page

শিরোনামহীন ছাড়া তুহীন…

শিরোনামহীন ছাড়া তুহীন…

 

শিরোনামহীন এবং তুহীন। এতদিন নাম দুটি একে অপরের পরিপূরক ছিল। একটি ব্যান্ড অন্যটি তার প্রধান কণ্ঠ। সম্ভবত এই সফল মেলবন্ধনের কারণে ব্যান্ডের বাইরে তুহিনের সে অর্থে গাওয়া হয়নি, হাঁটা হয়নি একা পথ। তবে সম্প্রতি তিনি ব্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সেই ঘোষণার রেশ কাটতে না কাটতে খবর মিলেছে আরেকটি নতুন খবরের। এবারই প্রথম ব্যান্ডের বাইরে একটি বিশেষ অডিও গানে কণ্ঠ দিয়েছেন তুহীন। ‘তবুও’ শিরোনামের এই গানটির কথা আর সুর তৈরি করেছেন আহমেদ রাজীব।

তুহীন বলেন, ‘ব্যান্ডের স্বার্থেই এতদিন সেভাবে বাইরে গাওয়া হয়নি। নিজের স্বার্থকে বড় করে দেখিনি এতকাল। এবার গাইলাম, কারণ আমার চাওয়ার সঙ্গে মিলে গেছে রাজীবের গানটি। খুব আরাম পেয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

আহমেদ রাজীব বলেন, ‘‘তুহীন ভাইয়ের কণ্ঠে দূর্দান্ত রকমের মাদকতা আছে, যার আমি দারুণ ভক্ত। আমার কথা, সুরে গাওয়া ‘তবুও’ গানটাই হতে যাচ্ছে ব্যান্ডের বাইরে তুহিন ভাইয়ের গাওয়া প্রথম অডিও গান। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’’

বিশেষ এই গানটি সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক, রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ প্রকাশ পেয়েছে ১০ অক্টোবর।


মন্তব্য করুন