Select Page

ঘুমিয়ে আছে শিল্পী সমিতি ও তারকারা : পরীর পাশে আছেন যারা

ঘুমিয়ে আছে শিল্পী সমিতি ও তারকারা : পরীর পাশে আছেন যারা

সাহায্যের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে গিয়েও প্রত্যাশিত সাড়া পরী মনি। অথচ শিল্পীদের নিয়ে আইন-শৃংখলাবাহিনীর অনুষ্ঠানে প্রায় এ চিত্রনায়ককে দেখা যায়।

হাতগোনা ছাড়া বেশির ভাগ শোবিজকর্মী পরীর অভিযোগ নিয়ে চুপ।

রবিবার রাতে পরী মনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই তার পাশে এসে দাঁড়ান ও সান্ত্বনা দিতে দেখা যায় চয়নিকা চৌধুরীকে। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় সরব বেশ কয়েকজন বিবেকবান নির্মাতা ও অভিনেতা।

নির্মাতা অনিমেষ আইচ বলেন, পৱীমনিৱ সাথে আমাৱ জীবনেও দেখা হয় নাই, কথা হয় নাই, কাজ তো হয়ই নাই; তবু ও সে আমাৱ কলিগ। যে কোন দু:সময়ে আমি আমাৱ কলিগেৱ পাশে থাকবো এটাই স্বাভাবিক। সুতৱাং , তাৱ পাশে আছি।

এইতো অল্প কিছুদিন আগে একটি মেয়েৱ আত্মহত্যা এবং তাৱ পৱবৰ্তী প্ৰভাবশালীৱ দাপট তো পৱিষ্কাৱ কৱে দেখলাম এই চৰ্মচক্ষে। সুতৱাং ভীষনই ভয় হয় পৱিমনি কিংবা ফাতেমা, ৱহিমাৱা বিচাৱ তো পায়ই না উল্টা আক্ৰান্ত মেয়েটিৱ চৱিত্ৰ হনন কৱবাৱ জন্য আমৱা উদগ্ৰীব হয়ে থাকি সদাই। তাৱ উপৱ সে তো একজন নায়িকা, সুতৱাং তাকে নিয়ে বিকৃত মন্তব্য কৱা তো আমাদেৱ নাগৱিক দ্বায়িত্বেৱ পৰ্যায়ে পৱে।
দেখা যাক প্ৰকৃত সত্যটা কি? আৱ আইনেৱ হাত কতটা শক্তিশালী…. একটা কাক মাৱা গেলে ৱাজ্যেৱ কাকেৱা সেখানে এসে কাৱন জানতে কা কা আৱম্ভ কৱে, আমাদেৱ কাকেদেৱ সৱব কা কা ধ্বনি শোনাৱ জন্য কান পেতে ৱইলাম!!!
শুভৱাত্ৰী।

পরিচালক ইফতেখার চৌধুরী লেখেন, No matter what anyone says, Porimoni is an actor and a woman in OUR FILM ? industry and I stand up for her…

নির্মাতা অপূর্ব রানা লেখেন, আমি ৭ বছর যাবত যে পরিমনিকে দেখেছি আজকের পরিমনি তা থেকে সম্পূর্ণ আলাদা। পাথরের মতো শক্ত একটি মেয়ে বরফের মতো গলে যায় কতটা আঘাত পেলে তা পরিমনি কে দেখে বুঝলাম।

অপরাধী যেই হোক যত বড়ই হোক তার বিচার হতেই হবে।অনেকে যা পারেনা পরি মনি তার প্রতিবাদ করে দেখিয়েছে।শুধু নিরব প্রতিবাদ নয় এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ।

খিজির হায়াত খান বলেন, তনু, নুসরাত আর মুনিয়াদের বিচারহীন আত্মারা যখন ডুকরে কাঁদে ,
বিবেকহীন জাতির নায়িকা পরীমনিও তখন সম্ভ্রমহানির ফাঁদে।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, যুগে যুগে মানুষ তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করে। এটা তার স্বভাব। অধিকার। পরী ও তাই করেছে। বরাবরের মতো সবচেয়ে বেশি আক্রমণ এ-র স্বীকার হয় নারীরা। এবার ও তাই হয়েছে। যত আক্রোশ নারীর উপর। রাত ১২ টার পর বের হয়েছো তুমি, তোমাকে রেপ করা জায়েজ’। তার উপর নায়িকা।তুমি প্রতিবাদ করতে পারবে না।

এ অন্যায় হতে দেয়া যায় না। মেনে নেয়া যায় না।
আমরা পরীর সাথে ঘটে যাওয়া জঘন্যতম অপরাধ এ-র বিচার চাই। এটা অপরাধ, আপনি যত বড় মানুষ হোন না কেন আপনি এটা করতে পারেন না।

পরিচালক বুলবুল বিশ্বাসের মতে, ধর্ষণের সংজ্ঞা বলে, ১৬ বছর বয়সের নিচে কোন মেয়ের সম্মতিতে বা অসম্মতিতে এবং ১৬ বছরের উর্ধ্বে অসম্মতিতে শারিরীক সম্মন্ধ করলে তা ধর্ষণ বলেই গণ্য। হোক সেটা পতিতা, আর হোক সেটা আপনার ঘরের বৌ।

পিছনের গল্প নাটক হোক আর বাস্তব হোক। এর বিহিত করা উচিত।

শিহাব শাহীন লেখেন, এই দেশে আইন ২ প্রকার। ধনীদের জন্য আইন, সাধারনের জন্য আইন টাকাওয়ালা ক্ষমতাবানরা এই দেশে সকল আইনের উর্ধ্বে।

অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর বলেন, আমরা কোথায় আছি! ‌!
এ কোন দেশে আমরা বাস করছি!!!
স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির সাথে যে অন্যায় হয়েছে ,তার তীব্র প্রতিবাদ জানাই ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি । নারীর প্রতি কোন সহিংসতা ও অত্যাচার সহ্য করবো না – মানবো না ।

সংবাদপাঠিকা মিশু চৌধুরী লেখেন,
পরীমনি পাশে আছি। এই মুহুর্তে আপনাকে আরও শক্ত হতে হবে। বিচার আপনিই পাবেন। আপনি নিজেই আপনার মনোবল। দোয়া করি এই কঠিন সময় যেন খুব তাড়াতাড়ি পার হয়।

পরিচালক শামীম আহমেদ রনী, নাট্যকার ওমর ফারুক হৃদয়সহ অনেকে সহানুভূতি জানান।

এ ছাড়া পরী মনির খবর শেয়ার করেছেন আজমেরী হক বাঁধন।

রবিবার রাতে সংবাদ সম্মেলনে পরী মনি জানান, চার দিন আগে উত্তরা বোট ক্লাবে তাককে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যফেয়ার্স এর দায়িত্বে আছেন।

নায়িকা জানান, তার সঙ্গে অশালীন আচরণ করা হয় ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। রাত আড়াইটার দিকে বনানী থানায় অভিযোগ করেন। থানা অভিযোগ নিলেও তাকে অভিযোগের কপি দেওয়া হয় নাই।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে পরী ফেসবুকে লেখেন-

“বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি।এই দেশের একজন বাধ্যগত নাগরিক।আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি
স্যার! আমি কাউকে পাইনা মা।
যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।
আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!
আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?
আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!

আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন,
মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।

আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।
মা আমি বাচঁতে চাই।
আমাকে বাঁচিয়ে নাও মা ?”


মন্তব্য করুন