Select Page

শীতল করলেন নাকি উত্তাপ ছড়ালেন আফরান নিশো!

শীতল করলেন নাকি উত্তাপ ছড়ালেন আফরান নিশো!

তীব্র তাপদাহে ভাসছে দেশ, সঙ্গে পাল্লা বাড়ছে লোডশেডিং। এর মাঝেই আফরান নিশোকে পানির নিচ থেকে উঠে আসতে দেখা গেল, মন তো শীতল হয়ে যায়! কিন্তু পরের ঝলকে দেখা গেল উত্তাপ বাড়িয়ে দেয়া কর্মকাণ্ড। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা নিয়ে হাজির ‘সুড়ঙ্গ’ টিজার।

বড়পর্দায় নিশোর অভিষেক হচ্ছে ‘রায়হান রাফী’র পরিচালনায়। এর আগে ফার্স্টলুক টিজারে ভীষণ সাড়া পেয়েছেন নির্মাতা ও অভিনেতা। আজ সোমবার (৫ জুন) বিকেলে এলো টিজার; যাকে বলা হচ্ছে অফিশিয়াল ফোরকাস্ট বা আনুষ্ঠানিক পূর্বাভাস।

এক মিনিট ২১ সেকেন্ডের এই ভিডিওতে নানারূপে দেখা মিলেছে নিশোকে। ফার্স্টলুক শুধু সুড়ঙ্গে সীমাবদ্ধ থাকলেও চরিত্রটি এবার ছড়িয়েছে নানাদিকে। ইলেকট্রিশিয়ান, জেলখানার কয়েদি, কখনো প্রেমিকরূপে হাজির হয়েছেন তিনি। এসেছেন তমা মির্জাও। সংলাপহীন টিচার শেষ হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিঃশ্বাসের শব্দে।

সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হয়েছে ‘সুড়ঙ্গ’-এর দৃশ্যায়ন। পরিচালক রায়হান রাফী সংবাদমাধ্যমকে জানান, শুটিং পরবর্তী ডাবিং, এডিটিং, আবহ সংগীত- সবই শেষ। ভারতে চলছে কালার গ্রেডিং। সেটি শেষ হবে ২০ জুন।

চলতি সপ্তাহের মাঝে সিনেমাটি সেন্সরে জমা দিতে চান রাফী। ঈদুল আজহার টাইট শিডিউল নিয়ে কাজ শুরু করেছিলেন, মোটামুটি সব-ই এর মধ্যে গুছিয়ে এনেছেন। চূড়ান্ত ট্রেলার প্রকাশ হবে মুক্তির শেষ মুহূর্তে, ২৫ জুন।

‘সুড়ঙ্গ’-এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি।


মন্তব্য করুন