Select Page

‘শুনলাম আমাদেরকে নিয়ে পোস্টার ছাপানো হয়েছে’, ঊনপঞ্চাশ বাতাসের অভিনব প্রচারণা (ভিডিও)

‘শুনলাম আমাদেরকে নিয়ে পোস্টার ছাপানো হয়েছে’, ঊনপঞ্চাশ বাতাসের অভিনব প্রচারণা (ভিডিও)

মাসুদ হাসান উজ্জ্বল নির্মিত প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর মূল চরিত্র নীরা ও অয়ন। নীরা চিঠি লিখেছেন অয়নকে। কিন্তু এই ব্যস্ত নগরীতে চিঠি পাঠানোর জন্য ডাকবাক্স খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তাই নিরার হয়ে তার লেখা চিঠি গতকাল মঙ্গলবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নির্মাতা উজ্জ্বল।

দুই মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওতে শুধু বিমর্ষ নীরার উপস্থিতি লক্ষ্য করা । ভিডিওতে চমৎকার আবহসংগীত রয়েছে। আর পরিচালকের ষোল আনা মুন্সিয়ানা দর্শকদের মোহবিষ্ট করবে। অয়নকে লেখা নীরার চিঠি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অয়ন, শুনলাম আমাদেরকে নিয়ে পোস্টার ছাপানো হয়েছে। কেমন লাগে বলো-আমাদেরকে নিয়ে সিনেমা বানাবার কি আছে? আমার ভীষণ বিব্রত লাগছে। তোমারও নিশ্চয়ই পছন্দ হবে না ব্যাপারটা। হঠাৎ আমাদেরকে নিয়ে এত মাতামাতির কি হলো বুঝলাম না। এখন দুনিয়াসুদ্ধ লোক সিনেমা হলে গিয়ে আমাদের ব্যাপারটা দেখবে। সত্যি আমার ভীষণ বিব্রত লাগছে। ভীষণ। ইতি নীরা ।’

চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটবে ছোট পর্দার প্রশংসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের। সিনেমাটির মুক্তি সামনে রেখে কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এর অফিশিয়াল পোস্টার। ইতোমধ্যে প্রচারের জন্য মাঠেও নেমেছেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ টিম।

গল্পে চরিত্র দুটি রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা। প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।


মন্তব্য করুন