Select Page

শুভকে না জানিয়ে ‘মুসাফির’ সিক্যুয়ালের ঘোষণা দিলেন নায়িকা

শুভকে না জানিয়ে ‘মুসাফির’ সিক্যুয়ালের ঘোষণা দিলেন নায়িকা

২০১৬ সালে মুক্তি পায় আরিফিন শুভ ও নবাগত মারজান জেনিফা অভিনীত ‘মুসাফির’। আলোচনায় থাকা ছবিটি পরিচালনা করেন আশিকুর রহমান। যদিও মুক্তির পরপরই সিক্যুয়ালের গুঞ্জন শোনা যায়, এবার পাঁচ বছর পর একই প্রচারণায় নেমেছেন নায়িকা।

সম্প্রতি গণমাধ্যমকে মারজান জেনিফা জানান, গল্প রেডি, পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজ শুরু হবে। সিক্যুয়ালে আগের টিমই থাকছে। এবার স্বামী প্রযোজক জুবায়ের আলমের সঙ্গে সহপ্রযোজক হিসেবে দেখা যাবে তাকে।

তবে ঘোষণা আসা এই সিনেমার ব্যাপারে কিছুই জানেন না চিত্রনায়ক আরিফিন শুভ। এনটিভি অনলাইনকে  বলেন, ‘এই সিনেমার ব্যাপারে আমি কিছুই জানি না। আমার সঙ্গে এখন পর্যন্ত কারও সঙ্গে কোনো কথা হয়নি। একই টিম নিয়ে যদি কাজটা হয়, তাহলে ঘোষণা দেওয়ার আগে তো কথা বলে ঘোষণা দেওয়া উচিত। আমার কাছে অনেকেই জানতে চাচ্ছেন, পত্রিকায় ছবি ছাপা হচ্ছে… কিন্তু আমি কিছুই জানি না।’

সামনে রায়হান রাফির ‘নূর’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আরিফিন শুভর। তবে সিনেমাটির শুট কবে থেকে শুরু হচ্ছে, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানাতে পারলেন না নায়ক।

সর্বশেষ আরিফিন শুভকে দেখা গেছে ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজে। সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র দ্বিতীয় লটের শুটিং শুরু করার কথা আছে শুভর। যেখানে তাকে প্রধান চরিত্রে দেখা যাবে।


মন্তব্য করুন