Select Page

শুভর নতুন সিনেমা ‘সাপলুডু’, পরিচালক দোদুল-নায়িকা মিম

শুভর নতুন সিনেমা ‘সাপলুডু’, পরিচালক দোদুল-নায়িকা মিম

পরপর দুই ছবি ভালো চলেনি। এরপর অনেকদিন ধরে নতুন ছবির খবর ছিল না আরিফিন শুভর। এ নিয়ে ভক্ত-দর্শকদের মনে ছিল প্রশ্ন। এবার নতুন সিনেমার ঘোষণা এলো।

ছবিটির নাম ‘সাপলুডু’। শুভ জানান, রোববার চুক্তিবদ্ধ হয়েছেন। আর পরিচালনা করবেন টিভি নাটকের জনপ্রিয় নির্দেশক গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও তাঁর।

প্রথম আলোকে আরিফিন শুভ জানান, ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। গল্প দারুণ পছন্দ হয়েছে তার।

’ঢাকা অ্যাটাক’-খ্যাত এই নায়ক বলেন, ‘অ্যাকশন থ্রিলার গল্পের জন্য অপেক্ষা করছিলাম। চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পই আমার প্রথম পছন্দ। তা ছাড়া এ ধরনের ছবি, বিশেষ করে ঢাকা অ্যাটাক কিংবা মুসাফির ছবিতে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছি আমি। তাই দর্শকের কথা মাথায় রেখেই এ ধরনের গল্পে কাজ করতে রাজি হয়েছি।’

আরো বলেন, ‘গল্পের বিস্তার ও প্রযোজকের পরিকল্পনার কথায় আমার মনে হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি হবে এটি।’

আগামী অক্টোবর মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপটে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে। ছবিটির কোনো বিষয়েই আপাতত মুখ খুলতে চাননি পরিচালক দোদুল। তিনি শুধু বললেন, ‘১৫ সেপ্টেম্বরের পর ছবিটির বিস্তারিত জানাব।’

আরিফিন শুভর মুখ থেকে শোনা গেল, সাপলুডুতে তার নায়িকা হবেন বিদ্যা সিনহা মিম। এর আগে তারা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয় করেন।


মন্তব্য করুন