Select Page

শুভর রহস্যময় লুক, নতুন সিনেমার আভাস

শুভর রহস্যময় লুক, নতুন সিনেমার আভাস

লুক নিয়ে সবসময়ই ভাবেন আরিফিন শুভ। প্রতিটি ছবিতে আলাদা আলাদা গেটআপে দেখা দেওয়ার চেষ্টা করেন। সম্প্রতি প্রকাশিত একটি স্থিরচিত্রে তাকে রহস্যময় লুকে দেখা গেল। তবে কি নতুন ছবি?

মাথায় জটা চুল, পিঠ অবধি নেমে গেছে। যা ক্যারিবীয় দ্বীপ অঞ্চলের মানুষের কথা মনে করিয়ে দেয়। চোখে নীলাভ মণি ও দৃষ্টিতে ক্ষোভ!  তবে লুক দেখিয়েই চুপ নায়ক। আর কিছু জানাতে চান না শুভ। কারণটা হলো- সময় এখনও আসেনি। তবে নতুন ছবির প্রস্তুতি নিয়ে যাচ্ছেন তিনি।

বর্তমানে তিনি ব্যস্ত কলকাতার রঞ্জন ঘোষের ‘আহা রে’ নিয়ে, যার সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর হাতে আছে যৌথ প্রযোজনার ‘বালিঘর’ ও শিহাব শাহীনের মন ফড়িং। এছাড়া শিগগিরই একাধিক নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি।

এ বছর মুক্তি পেয়েছে শুভর দুই ছবি— ভালো থেকো ও একটি সিনেমার গল্প। তবে কোনোটিই দর্শকের প্রত্যাশা ছুঁতে পারেনি। ভক্তদের আশা ছবি বাছাইয়ে তিনি আরো সচেতন হবেন।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares