Select Page

শুভর সিক্সপ্যাক অ্যাকশন ‘ব্ল্যাক ওয়ার’… টিজার

শুভর সিক্সপ্যাক অ্যাকশন ‘ব্ল্যাক ওয়ার’… টিজার

বাংলাদেশি নায়ক হিসেবে আরিফিন শুভর বডি ট্রান্সফরমেশন এক সময় বেশ আলোচনায় ছিল। তবে পর্দায় দর্শক তার ফিটনেস অবতার দেখার তেমন সুযোগ পায়নি। এবার ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক ওয়ার’-এ অ্যাকশন দেখা যাবে।

আজ প্রকাশিত টিজারে শুভকে দেখা গেল সিক্সপ্যাক সমেত! দর্শক এরই মধ্যে ছবির অ্যাকশন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ২০২৩ সালের প্রথম শুক্রবার (৬ জানুয়ারি)। ছবিটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার আগেই জানিয়েছেন, প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’ নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের।

তিনি আরও বলেন, চলতি বছর ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু এই ছবিটি টেকনিক্যালি অনেক উন্নতমানের। সবকাজ শেষ করতে না পারায় সময় নিতে হল। আমরা চাই দর্শককে পরিপূর্ণ ছবি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই ‘ব্ল্যাক ওয়ার’ মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে ছবিটি মুক্তি দেয়া হয়েছিল।

আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান প্রমুখ।


মন্তব্য করুন