Select Page

দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা নেই ঈদের ছবির

দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা নেই ঈদের ছবির

লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, জ্বীন, পাপ, প্রেম প্রীতির বন্ধন ও আদম। অভিনয় করেছেন যথাক্রমে শাকিব খান-বুবলী, অনন্ত জলিল-বর্ষা, সজল-পূজা চেরী, রোশান-ববি, জয় চৌধুরী-অপু বিশ্বাস ও ইয়াশ-ঐশী জুটি। ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দিয়েছে ছবিগুলো।

গতকাল ৯ এপ্রিল সকাল পর্যন্ত প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত ‘ডেট নিয়েছে’ মাত্র চারটি সিনেমা। এই তালিকায় আছে ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘বাংলার হারকিউলিস’, ‘ময়নার শেষ কথা’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’। অর্থাৎ, ঘোষিত বেশির ভাগ ছবিই মুক্তির জন্য মামুলি প্রক্রিয়াটি সম্পন্ন করেনি।

প্রচার-প্রচারণা নিয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বেশির ভাগ সিনেমা ঘোষণা দিয়েই খালাস। প্রচার বা দর্শকের কাছে যাওয়ার যেন আগ্রহই নেই।

আলোচনার শীর্ষে আছে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’। ধারণা করা যায়, সবচেয়ে বেশি হল পাবে। কিন্তু তপু খান নির্মিত ছবিটির টিজার প্রকাশ হলো গত সপ্তাহে, যার ভিউও আশানুরূপ নয়। নায়ক শাকিব খান নিজেও টিজার শেয়ার করেননি। এমনকি এই নিয়ে কোনো আলোচনাই নেই। শুধু শাকিবের পিআর নির্ভর কিছু সংবাদমাধ্যম উদ্ধৃতি ছাড়াই ‘সুপারস্টারের’ পক্ষে খবর প্রকাশ করে যাচ্ছে। আবার অন্যকিছু সংবাদমাধ্যম শবনম বুবলির সাক্ষাৎকার ছেপেছে।

জাজ মাল্টিমিডিয়া ‘জ্বীন’ ও ‘পাপ’ নিয়ে ব্যস্ত ফেসবুক পেজে। দুই সিনেমার টিজারের পাশাপাশি প্রকাশ হয়েছে ‘পাপ’-এর একটি গান। জাজ এর মধ্যে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কেউ যদি একা হলে ‘জ্বীন’ দেখতে পারে তবে এক লাখ টাকা দেবে। এরই মধ্যে সংবাদমাধ্যমে পূজা, সজল ও রোশানের সাক্ষাৎকার প্রকাশ হয়েছে।

একমাত্র ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে। তবে ট্রেলারের চেয়ে আলোচনায় আছে ছবির নায়িকার প্রচারে অংশগ্রহণ না থাকায়। অবশ্য বিষয়টি নিয়ে একাধিক পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে সরব আছেন তিনি। অন্যদিক অনন্ত-বর্ষা ‘কিল হিম’ সিনেমার পোস্টার শেয়ার করেই সন্তুষ্ট রয়েছেন। আর এরই মধ্যে কেটে গেছে রমজানের অর্ধেকের বেশি।

সব মিলিয়ে মনে হয়, কোথায় যেন তাল কেটে গেছে। পত্রপত্রিকায় যতটা প্রচার আছে, তার অনেকটাই মূলত দেশি বিনোদনকেন্দ্রিক কনটেন্টের অভাবে। এর বাইরে এক সময় ঈদের সিনেমা নিয়ে যে উচ্ছ্বাস ও হাইপ কাজ করতো তার বিন্দুমাত্রও নেই।


মন্তব্য করুন