Select Page

শুভ জন্মদিন দিতি

শুভ জন্মদিন দিতি

diti-1024x700

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের এ দিনে (৩১ মার্চ) নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। গুণী এ অভিনেত্রীকে বাংলা মুভি ডেটাবেজের (বিএমডিবি) পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে দিতির অভিষেক। প্রথমে অভিনয় করেন উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ চলচ্চিত্রে। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতির মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’। এ পর্যন্ত তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এর জন্য দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দিতি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা- হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উসিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, শেষ উপহার, চরম আঘাত, স্বামী-স্ত্রী, অপরাধী, কালিয়া ও আকাশ ছোঁয়া ভালোবাসা। চলচ্চিত্র ছাড়াও দিতি ছোট পর্দায় নাটকে অভিনয় ও রান্না বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করেন। বর্তমানে রেদওয়ান রনির পরিচালনায় ‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিনয় করছেন দিতি। এ ছাড়াও টিভি পর্দায় একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এশিয়ান টিভির ‘জীবনের গল্প’, এনটিভির ‘দলছুট প্রজাপতি’, আরটিভির ‘মায়ার খেলা’ নাটকগুলো ছাড়াও আরো কয়েকটি প্রচার চলতি ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘মেঘে ঢাকা শহর’ ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন। বিইউ শুভর পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন ৭ এপ্রিল। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সরব তিনি। মা দিবস উপলক্ষে ‘সবার ওপরে মা’ নামের একটি নাটক নির্মাণ করেছেন দিতি।

জন্মদিনে তাকে দুটি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে দেখা যাবে। ১০টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান ‘আলাপ’ ও দুপুর সাড়ে ১২টা দেখা যাবে চ্যানেল আই’র ‘সিটিসেল তারকালাপ’-এ। এরপর সারাদিন থাকবেন বাসায় থাকবেন। দিনের বাকি সময়টা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটাবেন দিতি।

সূত্র : উইকিপিডিয়া ও মানবজমিন।

 


মন্তব্য করুন