Select Page

শুরু সিনেমার মধ্যে সিনেমা

শুরু সিনেমার মধ্যে সিনেমা

সিনেমার নাম ‘একটি সিনেমার গল্প’। পরিচালক আলমগীর। সিনেমায়ও তার চরিত্র পরিচালকের। আরিফিন শুভ আর ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে নায়ক-নায়িকা চরিত্রে। মানে সিনেমার মধ্যেও সিনেমা। সেই সিনেমা ‘একটি সিনেমা গল্প’র  শুটিং শুরু হলো শনিবার দুপুরে এফডিসির ৪ নম্বর ফ্লোরে। সেখানে অনাড়ম্বর মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।

এসময় আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন ঋতুপর্না সেন, আরিফিন শুভ ও সাবেরি আলম।

ওই সময় ঋতুপর্না বলেন, ‘অনেকদিন পর বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছি। একটা সময় এমন ছিল বছরের অনেকটা সময় এদেশের ছবির কাজে ব্যয় করেছি। সেদিক দিয়ে এখানকার মানুষের সঙ্গে আমার একটা সখ্য গড়ে উঠেছে। এ ছবির মাধ্যমে এদেশের দর্শকদের সঙ্গে অনেক দিনের গ্যাপটা আবার পূরণ হবে বলে আশা করছি।’

প্রথমদিনের শুটিংয়ে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, আঁখি আলমগীর, হাসান ঈমাম প্রমুখ।

আরিফিন শুভ বলেন, জীবনের প্রথম একই ফ্রেমে আলমগীর স্যারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাও আবার তারই নির্দেশিত চলচ্চিত্রে। এটা আমার জন্য, আমার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি অর্জন বলেই আমি বিবেচনা করছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব।

আলমগীর বলেন, ‘ছবিটি এখানকারই সিনেমার গল্প নিয়ে। পুরো ছবির শুটিং বাংলাদেশেই হবে। প্রথম ধাপে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শুটিং চলবে।

এ ধাপে ছবির ৬০ ভাগ কাজ শেষ হবে বলে আশা করছেন পরিচালক। দ্বিতীয় ধাপের শুটিং হবে ১০ অক্টোবর থেকে। দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছেন আলমগীর। এর আগে পাঁচটি ছবি নির্মাণ করেন তিনি। এগুলো হলো—‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’। একটি সিনেমার গল্প আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে।


মন্তব্য করুন