Select Page

শেষ হচ্ছে জয়া আহসানের আটকে থাকা দুই সিনেমা

শেষ হচ্ছে জয়া আহসানের আটকে থাকা দুই সিনেমা

 

জয়া আহসানের অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে নিজ দেশের চেয়ে প্রতিবেশী দেশের সিনেমায় নিজেকে করছেন বেশি। অন্যদিকে ঢাকায় বিড়ম্বনায় পড়েছেন বেশি। যেমন সরকারি অনুদানের দুই সিনেমা শেষ হতে সময় লাগছে চার বছরের বেশি। সম্প্রতি নেওয়া হয়েছে সিনেমাগুলো শেষ করার উদ্যোগ।

এর মধ্যে আছে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’। পরিচালক জানান, আগামী ৪ অক্টোবর থেকে ভাবনার অংশের শুটিং হবে ময়মনসিংহে।

‘লাল মোরগের ঝুঁটি’ ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক।  আরও অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা , লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি ও দোয়েল।

এছাড়া আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির নায়িকাও জয়া।

অন্যদিকে ‘বিউটি সার্কাস’-এর জন্য সম্প্রতি শেষ পর্বের শুটিং লোকেশনে গেছেন নির্মাতা মাহমুদ দিদার।

তিনি জানান, ‘বিউটি সার্কাস’-এর শেষ লটের শুটিং চলছে সাভারে, অভিনেতা ডিপজলের বাড়িতে।

কয়েক দিন ধরে চলা এই শুটিংয়ে অংশ নেন নাম ভূমিকার অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন গাজী রাকায়েত।

সিনেমাটির কেন্দ্রে আছে সার্কাস নিয়ে এক নারীর টিকে থাকার লড়াই। সার্কাস পুড়িয়ে দেওয়ার পর হুমকির মুখে পড়ে বিউটি। দেশের প্রত্যন্ত কিছু অঞ্চলে হয়েছে ছবিটির দৃশ্যায়ন। সত্যিকারের সার্কাসের দৃশ্যে জয়া বেশ ঝুঁকিও নিয়েছিলেন।

এ ছবিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন।

মূলত আর্থিক সংকটে আটকে গেছে দুই ছবি। প্রথমটি সরকারি অনুদান পায় ২০১৫ সালে, অন্যটি পরের বছরে।


মন্তব্য করুন