Select Page

শেষ হচ্ছে ‘টু বি কন্টিনিউড’

শেষ হচ্ছে ‘টু বি কন্টিনিউড’

to-be-continued

বড়পর্দায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমির সিনেমা ‘টু বি কন্টিনিউড’। সম্প্রতি সিনেমাটির ডাবিংয়ে অংশ নিলেন পূর্ণিমা

পরিচালক ফাহমির পাশাপাশি গায়ক-অভিনেতা তাহসানের প্রথম সিনেমা ‘টু বি কন্টিনিউড’।

বেশ আগেই আয়োজন করে সিনেমার শুটিং শুরু হয়। এরপর থমকে যায়। মাঝে তাহসান জানান তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। শুটিং ফ্লোরে গল্পের বারবার পরিবর্তন তার পছন্দ হয়নি। তবে ফাহমি ‘টু বি কন্টিনিউড’ কিভাবে শেষ করেছেন স্পষ্ট নয়।

চলতি বছরের প্রথম থেকে ধাপে ধাপে কয়েকটি গানের অংশ বিশেষ প্রকাশের মধ্য সিনেমাটি নতুন করে আলোচনায় আসে। সে সময় ফাহমি জানান, নির্মাণ শেষ পর্যায়ে। তখন পূর্ণিমা জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

to-be-continued-purnima

তবে সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিও-তে ‌‘টু বি কন্টিনিউড’র ডার্বিংয়ে অংশ নেন ‘হৃদয়ের কথা’ অভিনেত্রী। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, মুক্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে সিনেমাটি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares