Select Page

শেষ হচ্ছে ‘যদি একদিন’

শেষ হচ্ছে ‘যদি একদিন’

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’-এর শেষ লটের শুটিং চলছে। এই ছবির শুটিংয়ে অংশ নিতে ঈদের পর ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

আরটিভি অনলাইন জানায়, বর্তমানে শেষ লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন তাহসান ও শ্রাবন্তী। তবে কোথায় ছবির শুটিং চলছে তা জানাতে চাননি তিনি।

তবে কক্সবাজারে দৃশ্যায়নের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ বলেন, “তাহসান-শ্রাবন্তীকে নিয়ে দারুণভাবে ছবির শুটিং চলছে। দর্শকদের একটি সুন্দর পরিছন্ন ছবি উপহার দেয়ার প্রয়াস থেকেই ‘যদি একদিন’ নির্মাণ করছি। আমার বিশ্বাস দর্শক ছবিটি পছন্দ করবেন।”

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান-শ্রাবন্তী ছাড়া আরও অভিনয় করছেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।


মন্তব্য করুন