Select Page

শেষ হলো ‘অল্প অল্প প্রেমের গল্প’র শুটিং

শেষ হলো ‘অল্প অল্প প্রেমের গল্প’র শুটিং

image_539_75719প্রায় দেড় বছর পর শেষ হলো ‘অল্প অল্প প্রেমের গল্প’র শুটিং। বিজ্ঞাপন নির্মাথা সানিয়াৎ হোসেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শথ ও নিলয়।

গতবছর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হওয়া ছবিটির কাজ প্রধান দুই চরিত্রের মান-অভিমানের জের ধরে দীর্ঘদিন বন্ধ ছিলো।

সোমবার সিলেটে এ ছবির শুটিং সম্পন্ন করেছেন বলে শখ জানিয়েছেন। কিছুদিনের মধ্যেই ছবিটির ডাবিংয়ের কাজ শুরু হবে। কোরবানীর ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

নিলয় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এটি শখের দ্বিতীয় ছবি। শখের অভিনীত প্রথম ছবি এমবি মানিকের ‘বলো না তুমি আমার’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন।

সুত্র: যায় যায় দিন


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares