Select Page

শেষ হলো বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

শেষ হলো বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।

শুটিং স্পট থেকে ফাঁস হওয়া ছবি

দুই বছর ধরে চলা ছবিটির শুটিং শেষ হয়েছে ১৮ জানুয়ারি। মুম্বাইয়ের একটি শুটিং স্পটে মাহেন্দ্রক্ষণটি ব্যান্ড বাজিয়ে উদযাপন করেন সবাই। সেই দৃশ্য দেখা গেল ছবির নাম চরিত্রের অভিনেতা আরিফিন ‍শুভ সোশ্যাল মিডিয়া পাতায়।

শুভ শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, ইউনিটজুড়ে উৎসব, সবার হাসিমাখা মুখ।

তিনি লেখেন, ‘প্রায় দুই বছরের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। ছবিটি চিরদিন আমার জীবনের একটি পার্ট হয়ে থাকবে। বঙ্গবন্ধু, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। ’

এ দিকে ‘বঙ্গবন্ধু’ ছবির বাংলাদেশের অংশের লাইন প্রোডিউসার নির্মাতা মোহাম্মদ হোসেন জেমি কালের কণ্ঠকে বলেন, ‘এটা অনেক আনন্দের। আমরা দুটি বছর অক্লান্ত পরিশ্রম করেছি। একদিকে করোনা, অন্যদিকে নির্ধারিত সময়ে শুটিং শেষ করার তাড়া ছিল। তার পরও আমরা ভেঙে পড়িনি। শেষ পর্যন্ত ক্যামেরা ক্লোজ হলো। আমরা তৃপ্ত। ’

বায়োপিকে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

এ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

বায়োপিকটি নির্মাণে পরিচালক শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

করোনার কারণে একাধিকবার সিনেমার শুটিং পেছায়। সে অনুসারে পিছিয়ে যায় মুক্তি। আশা করা হচ্ছে, চলচ্চিত্রই প্রেক্ষাগৃহের পর্দায় উঠবে ‘বঙ্গবন্ধু’।


মন্তব্য করুন